সালথায় জয়‌গোপাল স্মৃ‌তি ফুটবল টুর্না‌মে‌ন্টের উদ্বোধন

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৪:০১ পূর্বাহ্ন   |   খেলাধুলা

সালথায় জয়‌গোপাল স্মৃ‌তি ফুটবল টুর্না‌মে‌ন্টের উদ্বোধন


জাকির হোসেন (সালথা, (ফ‌রিদপুর):  

 ‘খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার জয়কালী মিল মাঠে ১ ন‌ভেম্বর মঙ্গলবার বিকা‌লে জয়কালী পল্লবী যুবসংঘের আয়োজ‌নে মাদক বি‌রোধী ৮ দলীয় জয়‌গোপাল স্মৃ‌তি ফুটবল টুর্না‌মে‌ন্টের উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগদী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জয়‌গোপা‌লের পুত্র সাড়ুক‌দিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস।

প্রধান অতিথি ছি‌লেন, শেখ জামাল ক্রিড়া চক্র ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সালথা উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আটঘর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মো: শহীদুল হাসান খান সোহাগ।

এসময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সালথা থানার এস আই‌ সাইফুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, আটঘর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের ‌সি‌নিয়র সহসভাপ‌তি মো. হা‌দিস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্য ডাক্টার, প্রচার সম্পাদক শা‌হিদ ডাক্টার, যুবলীগ নেতা শাহ আলম, আশরাফ আলী, টুটুল মোল‌্যা, সবুজ, সু‌ফি, জামাল, তপ‌সির মু‌ন্সিসহ আরো অনেকে।

উদ্বোধনী খেলায় বোয়ালমারী উপ‌জেলার কাদিরদী স্পোটিং ক্লাব ও সালথা উপজেলার কাগদী স্পোটিং কাব একাদশ দল অংশ গ্রহন করে। এতে কাদিরদী ২-০ গোলে কাগদী একাদশ‌কে পরা‌জিত ক‌রে। খেলা‌টি প‌রিচালনা ক‌রে মো: সুমন আহ‌ম্মেদ।

কর্তৃপক্ষ জানায় নক আউট পদ্ধতিতে ৮টি দল এ খেলায় অংশ গ্রহন করবে।

খেলাধুলা এর আরও খবর: